সিএন প্রতিবেদন: গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউএসএ নামক একটি মানবাধিকার সংগঠন।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল চারটায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা, গাজায় নিরীহ ফিলিস্তিনদের উপর হামলা বন্ধে অবিলম্বে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এছাড়া ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরীফ আহমদ লস্কর, সিনিয়র সহ-সভাপতি জনার্দণ চৌধুরী, সহ-সভাপতি মো. ফারুক আহমদ লস্কর, সহ-সভাপতি আলহাজ্ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. কায়সারুজ্জামান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আরিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. ইসহাক মোল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোছাম্মত ফাতেমা খাতুন পলাশ, নিউইয়র্ক ষ্টেইট কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনি আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আনিছুর রহমান, সদস্য সাইফুল ইসলাম ভূঞা, রুকসানা ভূঞা, সদস্য এ.আর মাহবুবুর হক, এন.এম জাহাংগীর সরকার, এবং অথিতি কমিউনিটি নেতা গিয়াস আহমদ, আইরিন পারভীন প্রমুখ।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন