মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় শিশু হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি ফরাসি প্রেসিডেন্টের আহ্বান

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: গাজায় ইসরায়েলের নির্বিচারে নারী ও শিশু হত্যা নিয়ে এবার মুখ খুললেন ইসরায়েলের মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। অবিলম্বে শিশু হত্যা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ নভেম্বর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ এই আহ্বান জানান। তিনি বলেন, ‘বোমা হামলার কোনো যৌক্তিকতা নেই। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের লাভ।’

ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে উল্লেখ করে মাখোঁ বলেন, ‘আমরা তাদের গাজায় বোমা হামলা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘ফ্রান্স স্পষ্টতই হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়।’

ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশের মতো ফ্রান্সও হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্য দেশের নেতারা যুদ্ধবিরতির আহ্বানে তাঁর সঙ্গে যুক্ত হোক—তা তিনি চান কি না এমন প্রশ্নের জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করি, তাঁরা যুক্ত হবেন।’

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন