শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

গাজা ইস্যুতে প্রথমবারের মতো ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৪

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: গাজা ইস্যুতে ইসরায়েলকে প্রথমবারের মতো কঠিন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তেল আবিবকে সতর্ক করে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, কারো ওপর অমানবিক হওয়ার লাইসেন্স নেই কারো। খবর দ্য টাইমস অফ ইসরায়েল।

ব্লিঙ্কেন বলেছেন, গত ৭ অক্টোবর ইসরায়েল অমানবিক হামলার শিকার হয়েছে তাই বলে তাদের অন্যকারো ওপর অমানবিক হওয়ার লাইসেন্স নেই।

গণমাধ্যমটি জানিয়েছে, এর আগে হোয়াইট হাউজ গাজায় বেসামরিক হতাহত এবং সেখানে মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েলের জন্য গতকালের সতর্ক বার্তা ছিল আগের তুলনায় কঠিন।

ব্লিঙ্কেন ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃতের সঙ্গে এক দিনের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি গাজা ইস্যুতে আলোচনার লক্ষ্যে গতকাল ইসরায়েল সফর করেন। অন্যদিকে তার সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন