বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

গাজা যুদ্ধের ‘অবসান হওয়া উচিত’

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘গাজায় ইসরাইলের যুদ্ধের ‘অবসান হওয়া উচিত’। সোমবার (২৮ অক্টোবর) তিনি এ কথা বলেন। সংবাদ এএফপির।

বাইডেন জানান, মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছেন।

বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের সকলের এ যুদ্ধবিরতি দরকার। এ যুদ্ধের অবসান হওয়া উচিত।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এটি শেষ হওয়া উচিত, এটি শেষ হওয়া উচিত, এটি শেষ হওয়া উচিত।’

বাইডেন আরো বলেন, ‘তিনি এখান (মধ্যপ্রাচ্য) থেকে বেরিয়ে একটি নিরাপদ পরিস্থিতিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন