শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

গাজা হবে ইসরায়েলের জন্য ‘একটি অভিশাপ’

শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩

প্রিন্ট করুন

গাজা উপত্যকা, ফিলিস্তিন: হামাসের সামরিক শাখা হুমকি দিয়ে বলেছে, ‘গাজা ইসরায়েলের জন্য ‘অভিশাপ হবে।’ তারা সতর্ক করে দিয়েছে যে, দেশটির আগ্রাসন চালানো সেনারা ‘কালো ব্যাগে’ বাড়ি ফিরে যাবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির পক্ষ থেকে এসব কথা বলা হয়।

ইজেদিন আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা অডিও বার্তায় বলেন, ‘গাজা ইসরায়েলের জন্য ইতিহাসের অভিশাপ হবে।’

তিনি আরো বলেন, ‘ইসরায়েলের আরো সেনা কালো ব্যাগে ফিরে যাবে, তা তারা আশা করতে পারে।’

ইসরায়েলের কর্মকর্তাদের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে এক হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।

হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে ও সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় নয় হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে তিন হাজারেরও বেশি শিশু রয়েছে।

সেখানে ইসরায়েলের বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে ও অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন