সিএন প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নজরদারি চালাতে আকাশে চীন বেলুন উড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পরিচয় গোপন রাখার শর্তে ওই গোয়েন্দা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, বেলুনটি উড়ানো হয়েছিল চীনের দক্ষিণ উপকূলীয় অঞ্চল হাইনান দ্বীপ থেকে। উড্ডয়নের পর থেকেই বেলুনটির ওপর নজর রাখছিল যুক্তরাষ্ট্র। এটির গন্তব্য ছিল গুয়াম ও হাওয়াই। কিন্তু ঝড়ো বাতাসের কারণে গতিপথ থেকে সরে যায়। প্রথমে এটি প্রবেশ করে আলাস্কার অ্যালুয়েশিয়ান দ্বীপপুঞ্জে, এরপর যায় কানাডায়। সেখান থেকে যুক্তরাষ্ট্রের মন্টেনায়।
এদিকে যুক্তরাষ্ট্র নজরদারির অভিযোগ তোলার পরই তা প্রত্যাখ্যান করে বেইজিং। তারা জানায়, বেলুনটি তাদেরই— কিন্তু এটি একটি ওয়েদার ডিভাইস (আবহাওয়া যন্ত্র) এবং ভুলক্রমে বাতাসে ভেসে এটি যুক্তরাষ্ট্রে চলে গেছে।
মার্কিন বিমান সেনারা যখন এটি ভূপাতিত করেন তখন এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল চীন। তারা হুঁশিয়ারি দিয়েছিল, এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের মন্টেনা রাজ্যে ফেব্রুয়ারির শুরুতে বিশালাকৃতির একটি সাদা বেলুন উড়তে দেখা যায়। যা গত ৪ ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেন মার্কিন বিমান সেনারা।
এরপর এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ব রাজনীতি। বেলুন ইস্যু নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তার চীন সফর পর্যন্ত বাতিল করেন। তারা দাবি করতে থাকেন, নজরদারি চালাতে ইচ্ছে করে বেলুন পাঠিয়েছে বেইজিং।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন