ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ৪ কাউন্টিতে দুর্যোগ মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার আঘাত হানা এই ঝড়ে অন্তত ২৬ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার(২৬ মার্চ) প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেন।
জরুরি অবস্থা ঘোষণার তালিকায় রয়েছে মিসিসিপির ক্যারল, হামফ্রিজ, মনরো ও শারকি কাউন্টি। রোলিং ফর্ক ও সিলভার সিটি, এই শহর দুটি ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘোষণার ফলে, পুনর্বাসন প্রক্রিয়া চালানোর জন্য মানুষকে অর্থ সহায়তার পথ খুলে দিয়েছে। সহায়তা হিসেবে অনুদান ও ঋণ, উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব আলেহান্দ্রো মাইয়োরকাস এবং কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রশাসক ডিয়েন ক্রিসওয়েল-এর রবিবার মিসিসিপি সফরে যাওয়ার কথা রয়েছে।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন