সিএন প্রতিবেদন: চট্টগ্রামে শীতের সবজির সরবরাহ বাড়ায় বাজারগুলোতে কিছুটা স্বস্তি নেমে এসেছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজিতে দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। ভারত থেকে সরবরাহ বাড়ায় কমেছে পিঁয়াজের দামও। সেইসঙ্গে আলুর দামও রয়েছে কমতির দিকে। তবে ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহ ধরে রয়েছে ঊর্ধমুখী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীর পাহাড়তলী, কাজির দেউড়ী ও রিয়াজুদ্দিন বাজার ঘুরে এসব চিত্র পাওয়া গেছে।
কাজির দেউড়ীর বিভিন্ন সবজির দোকান ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। সিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়। নতুন আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
বিক্রেতারা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেশ বেড়েছে। তাই প্রতিকেজিতে ২০ টাকা পর্যন্ত দাম কমেছে।
কাজির দেউড়ীর সবজি বিক্রেতা মোহাম্মদ দিদার বলেন, গত সপ্তাহে ফুলকপি বিক্রি করেছি প্রতিকেজি ৬০ টাকায় বিক্রি করেছি, এখন বিক্রি করছি ৪০ টাকায়। এরকম প্রতিটা সবজির দাম কমেছে।
বাজারে বিভিন্ন দোকানে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাজির দেউড়ীর বাজারে দাম ৫৫ টাকা। তবে ভ্রাম্যমাণ দোকানেও ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।
রিয়াজ উদ্দীন বাজারের বিক্রেতা মো. শহীদ জানান, দুইদিন আগেও পিঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি করেছি। এখন বিক্রি করছি ৫৫ টাকায়। রসুন বিক্রি করছি ১০ টাকা কমে ২০০ টাকায়।
তবে সবজি, পিঁয়াজ, রসুনের দাম কিছুটা কমলেও ব্রয়লার মুরগির দাম বেশ ঊর্ধমুখী। ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকা। কাজির দেউড়ি বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। তবে পাহাড়তলী বাজারে কোথাও বিক্রি হচ্ছে ১৯৫ টাকা আবার কোথাও বিক্রি হচ্ছে ২০০ টাকা। সোনালী মুরগি, দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংসের দাম আগের মতোই আছে।
ব্রয়লার মুরগির দাম বাড়ার জন্য সরবরাহ কম থাকা আর বিয়ের মৌসুমকে দুষছেন বিক্রেতারা। পাহাড়তলী বাজারের মুরগি ব্যবসায়ীর মোহাম্মদ সুজন বলেন, মুরগির সরবরাহ এক সপ্তাহ ধরে কম।
তবে কাজির দেউড়ী বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ ইলিয়াস জানান, এখন বিয়ের মৌসুম হওয়ায় মুরগির চাহিদা বেশি। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন