শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামের হালিশহরে কনসার্টে সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫

শনিবার, মার্চ ৯, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির হালিশহর আবাহনী মাঠে কনসার্ট দর্শনার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের কারণে পণ্ড হয়ে গেছে। এ সময় তিনপুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ যুবকরা পুলিশের একটা গাড়িও ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। এ উপলক্ষে দ্বিতীয় দিনে কনসার্টের আয়োজন ছিল। এতে দেশের ব্যান্ড ‘দি অ্যাশেজ’ এর পরিবেশনা ছিল।

কনসার্টে যাওয়া রকিবুল আলম নামে যুবক বলেন, ‘কনসার্টে অতিরিক্ত লোক সমাগমের কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ কারণে পেছন থেকে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় হুড়োহুড়ি শুরু হয়। তখন দর্শকদের মধ্যে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘ধারণ ক্ষমতার চেয়ে বেশি দর্শক হয়ে যাওয়ায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। পুলিশের একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে।’

চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রিন হার্ভেস্টের কর্ণধার বোরহানুল হাসান চৌধুরী বলেন, ‘একটু বেশি দর্শক হয়ে যাওয়ায় বিশৃঙ্খলা হয়েছে। এ কারণে আমরা কনসার্ট বন্ধ করে দিয়েছি।’

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, কনসার্টে অতিরিক্ত লোকসমাগম হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টির পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন কিছু উচ্ছৃঙ্খল যুবক পুলিশের দিকে পানির বোতলসহ বিভিন্ন কিছু ছুঁড়ে মারে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় তিন পুলিশসহ ১৫ জনের মত আহত হয়েছেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন