মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

সোমবার, এপ্রিল ২৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির বাকলিয়ায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনায় বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩) অগ্নিদগ্ধ হয়েছে।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল আলম আশেক জানান, দুপুরে শাহ আমানত সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ জন অগ্নিদগ্ধ হয়। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘সিএনজি অটোরিকশাটি কর্ণফুলী থেকে বহদ্দারহাটের দিকে যাওয়ার পথে নতুন ব্রিজ এলাকার গোলচত্বরে এলে গ্যাস লিকেজ হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।’

তিনি আরো জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ির ড্রাইভার আহতদের হাসপাতালে দিয়ে পালিয়ে গেছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন