চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম সিটিতে ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে সিটর ঈদ জামাতগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঈদ জামাতের নিরাপত্তা নির্বিঘ্ন করতে সিএমপির পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ ও নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হল- চট্টগ্রাম সিটির ঈদ জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু বহন করা যাবে না; ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি টিম ও সাদা পোশাকে পুলিশসহ সোয়াট টিম মোতায়েন করা হবে; গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহগুলো সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণি ও নিবিড় মনিটরিংয়ের আওতায় থাকবে; ঈদ জামাত উপলক্ষে সিএমপির প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী কন্ট্রোল রুম ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করবে এবং চট্টগ্রাম সিটির গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহগুলোতে আর্চওয়ে গেইট ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে মুসল্লীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঈদ জামাতের মুসল্লীদের প্রতি উপস্থাপিত বিষয়গুলো মেনে চলার জন্য অনুরোধ অনুরোধ জানিয়েছে সিএমপি।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন