চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ২৫ জানুয়ারি) ছয় মাসের মধ্যে সর্বোচ্চ এক হাজার ৪৫৫ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ৩৪ দশমিক ১১ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে একজন করে মারা গেছেন।
চট্টগ্রাম জেলা করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের বুধবার (২৬ জানুয়ারি) রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ‘ফৌজদারহাট বিআইটিআইডি, শাহ আমানত বিমানবন্দর ও সিটির ১১ ল্যাব ও এন্টিজেন টেস্টে মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের চার হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করলে নতুন এক হাজার ৪৫৫ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের এক হাজার ৬০ জন ও ১৫ উপজেলার ৩৯৫ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮৮, রাউজানে ৬৪, আনোয়ারায় ৫৮, রাঙ্গুনিয়ায় ৩৫, বাঁশখালীতে ২৯, বোয়ালখালীতে ২৫, সাতকানিয়ায় ২৩, মিরসরাই ও ফটিকছড়িতে ১৭ জন করে, লোহাগাড়ায় ১৪, পটিয়ায় ১৩, সীতাকুণ্ডে ৫, সন্দ্বীপ ও চন্দনাইশে তিন জন ও কর্ণফুলীতে একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন এক লক্ষ ১৪ হাজার ৯১৫ জন। সংক্রমিতদের মধ্যে ৮৩ হাজার ৮৪০ জন শহরের ও ৩১ হাজার ৭৫ জন গ্রামের। মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনায় শহর ও গ্রামে একজন করে রোগির মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৪৮ জন হয়েছে। এতে শহরের ৭২৯ ও গ্রামের ৬১৯ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের প্রথম দিনে নয় জনের করোনা শনাক্ত হয় চট্টগ্রামে। আর সর্বশেষ মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৫৫ জনের। হিসেবে ২৫ দিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬২ গুণ বেশি। চট্টগ্রামে সর্বশেষ এর চেয়ে বেশি এক হাজার ৪৬৬ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল ঠিক ছয় মাস আগে। ওই দিন তিন হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা হয়। সংক্রমণ হার ছিল ৩৭ দশমিক ৩৭ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত নয় রোগিও মারা যান।
বাসস/সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন