শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর ‘হামলা’, দুইজন আটক

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে পুলিশের উপর হামলার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশি চলাকালে তারা পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাও থানার মোহরা পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

আটককৃতরা হলেন, পটিয়া থানার
চরখানার মো. মোরশেদ (৩১) ও কুমিল্লা জেলার চান্দিনা থানার গাজী মনির (৪৮)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, মোহরা পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলাকালে সিএনজিতে অবস্থানরত দুইজন পুলিশের উপর হামলা করে। অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও বলেন, আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে পুলিশের সরকারী কাজে বাধা প্রদান, পুলিশের উপর আক্রমন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন