শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে দিনদুপুরে তালা ভেঙে ডাকাতির চেষ্টা

বুধবার, মার্চ ২৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় দিনদুপুরে তালা ভেঙে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

বুধবার (২৬ মার্চ) দুপুরে দিকে পতেঙ্গা থানার উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার জসিমের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ থেকে ৩০ বছর বয়সী দুইজন যুবক স্থানীয় জসিমের বিল্ডিংয়ের ২য় তলায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে ডুকার চেষ্টা করে। খবর পেয়ে এলাকাবাসী ডাকাত ডাকাত বলে ধাওয়া করলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টার একটা খবর আমরা পেয়েছি। স্থানীয়দের চিৎকার শোরগোলে তারা গুলি করতে করতে পালিয়ে গেছে। এই ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে আমাদের তৎপরতা অব্যাহত আছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন