রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে পড়ল দোকানে, দুইজনের মৃত্যু; আহত দশ

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির নতুন ব্রীজ (শাহ আমানত সেতু) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও দশজনের বেশি আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সংবাদ মাধ্যমকে বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি নয়জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

প্রতক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজিচালক, বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা গাড়িচাপা পড়ে।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন