মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাদের জন্য অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, মার্চ ২২, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম জেলার পুলিশ সদস্যদের জন্য পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ মার্চ) সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় “বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)” এই প্রশিক্ষণের আয়োজন করে।

এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন থানাধীন ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) কবীর আহমেদ। তিনি পুলিশ একটি সেবাদানকারী সংস্থা মর্মে পুলিশের ওপেন হাইজ আলোচনা ও বিট পুলিশিং কার্যক্রমে অভিবাসন কর্মীদের অধিকার নিশ্চিত করার অনেক সুযোগ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিমস প্রকল্পের ব্যাবস্থাপক রাফাতুর রহমান রুবার স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের শুরু হয়। তিনি পুলিশ কর্মকর্তাদের স্বাগত জানান এবং মানবাধিকার নিয়ে বিএনডব্লিউএলএ এর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য বর্ণনা করেন।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের কাছে নিরাপদ অভিবাসনের তথ্য তুলে ধরা, অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের উপর গুরুত্বারোপ প্রয়োগ করা, আইনজীবীদের মাধ্যমে জনগণের কাছে এই তথ্যসমূহ পৌঁছে দেয়া এবং আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসনকর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে ভূমিকা প্রদান করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্যে।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। তিনি বলেন পুলিশ সদস্যরা কমিউনিটিতে বিভিন্ন ইস্যুতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এরই সাথে অভিবাসন সংক্রান্ত তথ্য সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব। তিনি এ ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের জন্য বিএনডব্লিউএলএ এর সময়োপযোগী এই উদ্যোগকে স্বাগত জানান।

প্রশিক্ষণের প্রথমেই রাফাতুর রহমান রুবা এবং সিমস প্রকল্পের কর্ম এলাকা, অভীষ্ট জনগোষ্ঠী ও কার্যক্রম বর্ণনা করেন। প্রশিক্ষণে ফ্যসিলিটেটর এর দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট তানভিয়া রোজলিন সুলতানা।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বিএনডব্লিউএলএ চট্টগামের জেলা সমন্বয়কারী, আরমান হোসেন আরিফ, প্রকল্পের সহযোগী সংগঠন প্রত্যাশী এর সিমস প্রকল্পের প্রতিনিধিগণ। অংশগ্রহণকারীগণ সময়োপযোগী এই আয়োজনের জন্য বিএনডব্লিউএলএ কে ধন্যবাদ জানান এবং তাদের সহযোগীতার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন