শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে বিএনপির পাঁচ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

রবিবার, আগস্ট ৪, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাস ভবনে হামলার এক ঘণ্টা পর বিএনপির চার নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) রাত আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মেহেদীবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেটের কাছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও বাদশা মিয়া রোডে প্রাক্তন আহ্বায়ক শাহাদাত হোসেনের বাসায় হামলা চালিয়ে আগুন দিয়েছে।

এছাড়াও, চট্টেশরী রোডে বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও মীর হেলালের বাসায় হামলা হয়েছে।

আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো এ হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। যদিও আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (৩ আগস্ট) রাত সোয়া আটটার দিকে বাদশা মিয়া রোডে  শাহাদাত হোসেনের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পার্কিংয়ে থাকা অন্তত ৭-৮টি গাড়িতে আগুন দেয়।’

পরে রাত সাড়ে আটটার দিকে পাঁচলাইশে মেডিকেলের পূর্বগেটে এরশাদ উল্লাহর বাসায় ও রাত পৌনে নয়টায় মেহেদীবাগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ইদ্রিস আলী।

এসব হামলার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) তারেক আজিজ বলেন, ‘এসব ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।’

এর পূর্বে মহিবুল হাসান চৌধুরী নওফেল ও রেজাউল করিম চৌধুরীর বাস ভবনে হামলা এবং আওয়ামী লীগ সমর্থিত সাংসদ মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে অগ্নিসংযোগ করে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন