বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রামে রোটারি ক্লাব প্রেসিডেন্টদের গেট টুগেদার

শুক্রবার, নভেম্বর ১, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্টদের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে ১৮ টি রোটারি ক্লাবের প্রেসিডেন্টরা অংশ নেয়।

অনুষ্ঠানে নিজ নিজ ক্লাবের সেবামুলক কর্মসূচীর পাশাপাশি চট্টগ্রামের ক্লাব সমুহের একটি যৌথ সার্ভিস প্রজেক্ট করার সিন্ধান্ত নেন ক্লাব প্রেসিডেন্টরা। এর পাশাপাশি ক্লাব গুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়ে একটি যৌথ সভা আয়োজনেরও সিন্ধান্ত নেওয়া হয়।

আলোচনায় ক্লাব সভাপতিরা বলেন, বিশ্বকে পোলিওমুক্ত করতে বাংলাদেশ সহ বিশ্বের রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে ক্লাবগুলো বিভিন্ন সেবামুলক প্রকল্প বাস্তবায়ন করছে। ধারাবাহিক সেবামুলক প্রকল্প এগিয়ে নিতে ক্লাবগুলোর পারষ্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ করার উপর জোর দেন ক্লাব প্রেসিডেন্টরা।

ক্লাব প্রেসিডেন্ট গেট টুগেদার অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারি ক্লাব অব চিটাগাং আন্দরকিল্লার প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, চিটাগাং মেরিণ সিটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতাউর রহমান, চিটাগাং সুপ্রিম এর প্রেসিডেন্ট নামজুল হক, চট্টগ্রাম ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট মো ওমর ফারুক, চিটাগং পিস এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, চিটাগাং হারবারের প্রেসিডেন্ট মাসুদুর রহমান, চিটাগং এলায়েন্সের প্রেসিডেন্ট শহিদুল ইসলাম মামুন, এনশিয়েন্ট চিটাগাং এর প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, কমার্শিয়াল সিটির প্রেসিডেন্ট আবদুল্লাহ আল সাঈদ, চিটাগাং সাউথ এর প্রেসিডেন্ট মো: জাহেদুল হক রাকিব, চিটাগাং পার্ল এর প্রেসিডেন্ট সুমন বড়ুয়া, চিটাগাং নর্থ এর প্রেসিডেন্ট রাশেদ মকবুল, চিটাগাং রয়েল এর প্রেসিডেন্ট আবছার উদ্দিন, চিটাগাং এরিষ্ট্রোকেট এর প্রেসিডেন্ট এস এম মুহিবুর রহমান, চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট কাজী রফিকুল আহসান, চিটাগাং রেইনবোর প্রেসিডেন্ট তাসনুভা হায়দার, চিটাগাং রয়েলস এর প্রেসিডেন্ট আবু নাছের, চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন চৌধুরী ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন