চট্টগ্রাম: আটটি মুসলিম দেশের সংগঠন ডি-এইট পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও শেষ সময়ে ঢাকা সফর বাতিল করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। তবে এবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো বাংলাদেশের মাটিতে নেমেছেন।
কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যাওয়ার পথে বুধবার (৩ আগস্ট) চট্টগ্রামে যাত্রা বিরতি করেন তিনি। এ সময় তাকে বিমানবন্দরে তাকে স্বাগত জানান তথ্য মন্ত্রী হাসান মাহমুদ। এখানে ৪০ মিনিটের যাত্রা বিরতি করেন বিলাওয়াল। দীর্ঘ বিরতির পর এটা কোন পাকিস্তানি মন্ত্রীর প্রথম বাংলাদেশের মাটিতে অবতরন।
ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। এতে দুই মন্ত্রীর সাক্ষাতের একাধিক হাস্যজ্বল ছবি প্রকাশ করা হয়েছে।
হাইকমিশন জানায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে যাত্রা বিরতি করেন। ৪-৬ আগস্ট নমপেনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিমান বন্দরে হাসান মাহমুদ বিলাওয়াল ভুট্টো জারদারিকে স্বাগত জানান। সৌজন্যমূলক এ বৈঠকে দুই মন্ত্রী একে অপরকে বই উপহার দেন। পাক পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৪০ মিনিট বিমানবন্দরে অবস্থান করেন।
পররাষ্ট্র মন্ত্রী চট্টগ্রামে তার ট্রানজিটের সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন ও বাংলাদেশের জনগণের জন্য তার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানান।
বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়, আমি বাংলাদেশের পাররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেনের সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই।’
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন