চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় নয়া আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী কৃষক দল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলে আটজন বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রাক্তন ছাত্রনেতা মহসিন চৌধুরী রানাকে আহ্বায়ক, মো. সালাউদ্দিন সুমনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মীর জাকের আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শফিউল করিম শফি, নজরুল ইসলাম, আবদুল করিম, মাহবুবুল আলম পারভেজ ও আরিফুল ইসলাম।
অপর দিকে, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের তিনজন বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বদিউল আলম বদরুলকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও সদস্য সচিব করা হয় নাজিম উদ্দীন শাহীনকে।
সিএন/আলী
Views: 8
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন