শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হার বাংলাদেশের

রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

সিরিজের প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেয়া ৫১৩ রানের পাহাড় সমান টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ছয় উইকেটে ২৭২ রান করেছিল বাংলাদেশ। টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে চার উইকেট হাতে নিয়ে আরো ২৪১ রান করতে হত বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকির হাসান ১০০, অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন। ভারতের স্পিনার অক্ষর প্যাটেল চারটি ও কুলদীপ যাদব তিনটি উইকেট নেন।

টেস্টের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও দুই উইকেটে ২৫৮ রান করে। প্রথম ইনিংসে ১৫০ রান করেছিল বাংলাদেশ।  
আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন