রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম বন্দরের নয়া চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান

বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নয়া চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) প্রজ্ঞাপনে তাকে আগামী ১১ আগস্টের মধ্যে চবকের চেয়ারম্যানের পদে যোগ দেয়ার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনীর কমডোর একেএম আফজাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব পালনের জন্য এরমধ্যে তাকে নৌবাহিনী থেকে নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বর্তমানে তিনি নৌবাহিনীর ‘বিএনএস ঈশা খা’র দায়িত্বে আছেন। এর পূর্বে তিনি রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডেপুটেশনে দায়িত্ব পালন করেছিলেন।

এর পূর্বে চবকের পদে দায়িত্ব পালন করছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

সিএন/আলী

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন