রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কারে কিছু প্রস্তাব

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

ড. মো. আমির হোসাইন

৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কার হচ্ছে। সে সংস্কারের ছোঁয়া কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে? আমার মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কারে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে।

১। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করতে হবে।
২। পিএসসির আদলে পরীক্ষার মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
৩। বিশ্ববিদ্যালয়কে আবাসিক করতে হবে, যাতে সকল শিক্ষার্থী হলে থাকতে পারে।
৪। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ন্যুনতম ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
৫। মেধাবী শিক্ষার্থীদের মাসিক ন্যুনতম ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) বৃত্তি প্রদান করতে হবে। প্রতি বর্ষে ন্যুনতম ১০০ জন।
৬। আন্তর্জাতিক জার্নালে গবেষণার জন্য শিক্ষকদের সম্মানী দিতে হবে।
৭। হলে থাকা ও খাওয়ার পরিবেশ উন্নত করতে হবে।
৮। শাটল ট্রেনের বগি বাড়াতে হবে।
৯। প্রতি বছর শিক্ষকদের ২/৩ দিনের রিফ্রেশার কোর্সের ব্যবস্থা করা।
১০। ছাত্র সংসদ কার্যকর করতে হবে।

লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন