নাসরিন সুলতানা হিরা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিস্ট্রি ক্লাবের আয়োজনে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ‘নিজেকে জানুন’ শীর্ষক কর্মশালা। শিক্ষার্থীদের কর্পোরেট দক্ষতার উন্নতির লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে এ কর্মশালা চলবে মাসব্যাপী।
আয়োজকরা জানান, ‘নিজেকে জানুন’ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ, পাবলিক স্পিকিং, নেতৃত্বদান, সিভি রাইটিং, শুদ্ধ উচ্চারণ এবং উপস্থাপনাসহ কর্পোরেট জগতের জন্য প্রয়োজনীয় দক্ষতা শিখতে পারবেন। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ ও পেশাদার প্রশিক্ষকগণ। তাঁরা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করতে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব ‘ ২০১৭ সালের ২২ শে আগষ্ট প্রতিষ্ঠা লাভ করে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাসের প্রতিনিধিত্ব করতে সাহায্য করে এবং ক্লাবের সদস্যদের কর্পোরেট জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে। ক্লাবটি তার অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের উপলব্ধি প্রচার করতে চায় এবং আধুনিক বিশ্বে সফল হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করতে চায়।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন