শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

চবিতে তিন শতাধিক পরিবারের মাঝে খেজুর বিতরণ

সোমবার, এপ্রিল ৮, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আশপাশের তিন শতাধিক গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খেজুর বিতরণ করেছে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সোমবার (০৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচে এসব খেজুর বিতরণ করা হয়। এর আগে রোববার (০৭ এপ্রিল) আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মাঝে বিতরণের জন্য খেজুর উপাচার্যের হাতে তুলে দেন সংস্থাটির প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির।

খেজুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এসময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গরিব ও অসহায়দের জন্য খেজুর উপহার পাঠানোর জন্য আল-মানাহিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রিকশাচালক, নিরাপত্তা প্রহরী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেজুর গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, অফিস প্রধানবৃন্দসহ বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন পর্ষদের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন