বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে প্লাস্টিকের বিকল্প কাগজের কলম তৈরির প্রশিক্ষণ কর্মশালা

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উৎপাদনের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস ‘প্রোডাকশন অব বায়োডিগ্রেডেবল আইটেমস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব কলমের উদ্ভাবক যশোরের নাসিমা আক্তার ও তার মেয়ে রেবেকা আক্তার। তারা কাগজ দিয়ে পরিবেশ বান্ধব কলম তৈরির কৌশল শিক্ষার্থীদের হাতে কলমে শেখান।

কলমগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, ব্যবহার শেষে এগুলো মাটিতে ফেললে ভিতরে থাকা রোপণযোগ্য বীজ অঙ্কুরিত হয়ে চারায় রূপান্তরিত হয়। এছাড়া তাদের অগ্রযাত্রা এবং প্রতিকূলতার গল্পও শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন। বর্তমানে তাদের কলম তৈরির উদ্যোগের সঙ্গে আরও ২০ জন কর্মী যুক্ত আছেন, যা স্থানীয় কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের তৈরি পরিবেশ বান্ধব কলম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। তিনি তাঁর বক্তব্যে, প্লাস্টিক দূষণ হ্রাসে সামাজিক উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি, এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্যের উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করার প্রতি জোর দেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও গবেষণা দলের সদস্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রভাষক জনাব নায়না ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সী ফর সাউথ এশিয়া’ প্রকল্পের আওতায় ইউএনওপিএস ও সাউথ এশিয়া কোওপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কপোর্রেশনের ৪১ টি ওয়ার্ডে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন