সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সিএনজি ও রিকশার ভাড়া মনিটরিং করেছে ক্যাব ইয়ুথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
শুক্রবার (০৮ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেইট সড়কে প্রায় প্রতিটি রিক্সা, সিএনজি ,লেগুনা, মিনি বাসে ভাড়া মনিটরিং করেছে সংগঠনটির সদস্যরা।
মনিটরিং করার সময় কোন চালককে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেয়নি সদস্যরা। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেছে সংগঠনের সদস্যরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সিএনজি ও রিকশা ভাড়ার মূল্য তালিকা টানিয়ে দিয়েছে সংগঠনটি। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন