বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চবিতে হাল্ট প্রাইজের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে কাল

শুক্রবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস-২০২৩’ প্রোগ্রামের রেজিস্ট্রেশন আগামীকাল শেষ হচ্ছে। ‘𝗥𝗲𝗱𝗲𝘀𝗶𝗴𝗻𝗶𝗻𝗴 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻’ এই চ্যালেঞ্জকে সামনে রেখে গত ১৩ ফেব্রুয়ারি থেকে টিম রেজিস্ট্রেশন শুরু হয়। ইতিমধ্যে ব্যাপক সাড়া মিলেছে পুরো ক্যাম্পাসে।

জানা গেছে, ‘হাল্ট প্রাইজ’ বছরব্যাপী একটি বিজনেস মডেলের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিটি টিম একটি বিজনেস মডেল তৈরি করবে যা সামাজিক সমস্যার সমাধানের অংশ হতে পারে। এটি সামাজিক উদ্যোক্তাতার মাধ্যমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সৃজনশীল সমাধান পাওয়ার চেষ্টা করে৷

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর, রিজওয়ানুল হক রাফি বলেন ” এবারের হাল্ট প্রাইজের চ্যালেঞ্জটি বাংলাদেশের অর্থনীতির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। কারন বাংলাদেশের অর্থনীতি গার্মেন্টস শিল্প এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির উপর অনেকাংশে নির্ভর “।

এই বছর চবিতে অন ক্যাম্পাস রাউন্ডে প্রতিটি টিমে সর্বনিম্ন ৩ জন থেকে সর্বোচ্চ ৫ জন সদস্য থাকতে পারবে। প্রতিটি টিমে মাত্র ১ জন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য যেকোনো প্রতিষ্ঠানের হতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন থেকে সার্টিফিকেট পাবে এবং এখানে কোনো রেজিষ্ট্রেশন ফি নেই।

ক্যাম্পাস রাউন্ড থেকে সেরা তিনটি দল পরবর্তী যাত্রায় তাদের ক্যাম্পাসের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হবে। গ্লোবাল ফাইনালে চ্যাম্পিয়ন দলটি জাতিসংঘের সদর দফতরে বিশ্ব নেতাদের কাছে তাদের আইডিয়া উপস্থাপন করার সুযোগ পাবে এবং তাদের বিজনেস মডেলটি প্রতিষ্ঠিত করার জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার পাবে।


উল্লেখ্য, প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস হাল্ট প্রাইজকে ‘𝘕𝘰𝘣𝘦𝘭 𝘗𝘳𝘪𝘻𝘦 𝘧𝘰𝘳 𝘴𝘵𝘶𝘥𝘦𝘯t’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এবার এই প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের পোশাক এবং ফ্যাশন শিল্পে একটি উদ্ভাবনী সামাজিক উদ্যোগের আইডিয়া নিয়ে আসতে হবে যার দ্বারা পোশাক শিল্পকে আরো টেকসই করা যেতে পারে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন