শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

শনিবার, মার্চ ২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৭৭ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। যা শতকরার হিসেবে প্রায় ৭৮ শতাংশ। ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতির কাজ আগামী মঙ্গলবার (০৫ মার্চ) শুরু হবে।

শনিবার (০২ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরের পাঁচটি কলেজে একযোগে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে অংশ নিয়েছেন ৭৭ হাজার ২৫৯ জন।

ইউনিট কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম হাসান বলেন, এ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও দুইটি বিভাগীয় শহরে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোন ধরণের অসদুপায় ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। আমরা আগামী মঙ্গলবার থেকে ফলাফল প্রস্তুতির কাজ শুরু করবো। ফলাফল প্রস্তুত হলে প্রকাশ করা হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন