রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

চবির ক্লাস চলবে অনলাইনে, শর্ত সাপেক্ষে সশরীরে নেওয়া যাবে অসম্পূর্ণ পরীক্ষা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস অনলাইনে চলমান রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। তবে শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো বিভাগ অসম্পূর্ণ পরীক্ষা নিতে পারবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি চলমান নিউইয়র্ককে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে চলমান থাকবে। শুধুমাত্র অসম্পূর্ণ লিখিত ও মৌখিক পরীক্ষা শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট নিতে পারবে।

সিএন/এমটি

Views: 178

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন