চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের মো. রাকিবুল ইসলাম রাকিব আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাকিব রসায়ন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।
রাকিবের বন্ধুরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাকিবের অকাল মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হাসিখুশি শান্ত মেজাজের রাকিবকে হঠাৎ হারিয়ে অনেকটা বাকরুদ্ধ তাঁর বন্ধুরা। তাঁর কোনভাবেই যেন তারা মেনে নিতে পারছেন না।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন