সিএন প্রতিবেদন: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ডা. মো. ফাহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ডা. মির্জা নাজিম উদ্দীন দীপ্ত।
রোববার (০১ অক্টোবর) সকালে চমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের এক জরুরি সভায় কমিটি গঠন করা হয়। নতুন কমিটি আগামী ০১ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির সভাপতি ডা. মো. ফাহাদুল ইসলাম বলেন, আমরা যারা কমিটির দায়িত্ব পেয়েছি, আগামী এক বছর ইন্টার্ন চিকিৎসকদের অধিকার আদায় এবং রোগীদের কল্যাণে কাজ করে যাবো।’
সাধারণ সম্পাদক ডা. ডা. মির্জা নাজিম উদ্দীন দীপ্ত বলেন, আমাদের এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। রোগীদের সুযোগ সুবিধা চিন্তা করে তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করবো। পাশাপাশি আমাদের ইন্টার্ন চিকিৎসকদের যেকোন সুযোগ সুবিধা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো।
সিএন/এমটি
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন