শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চলতি বছরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে স্পেন

মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪

প্রিন্ট করুন
গাজা
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ইহুদি ভয়েস ফর পিসের বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

সিএন প্রতিবেদন: চলতি বছরের মাঝামাঝিতে স্পেন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়া দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ এপ্রিল) নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের এ কথা জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী। জর্ডান সফর শেষে তিনি সৌদি আরব ও কাতারে যাবেন।

ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন। ইতিমধ্যে স্লোভেনিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহে এ চারটি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। এতে তারা জানায়, যখন উপযুক্ত সময় আসবে তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে।

সিএন/এমটি

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন