সিএন প্রতিবেদন: সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য এবারও চার গুণীজনকে সংবর্ধনা ও স্বর্ণপদক দিবে আধ্যত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ। আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে এই গুণী ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বর্ণপদকের জন্য মনোনীত চার গুণী ব্যক্তি হলেন- আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী আদর্শ ও সাহিত্য সংস্কৃতির ব্যাপক প্রচার এবং প্রসারে বিশেষ অবদানের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকি নদভী, ইসলামী সাহিত্য, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকিং জগতে বিশেষ অবদানের জন্য ইসলামী অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞ মো. মোখলেছুর রহমান, পবিত্র কুরমানুল কারীমের কব্যানুবাদ, আন্তর্জাতিক অঙ্গনে সাহিত্য সংস্কৃতির ব্যাপক প্রচার ও কাব্যজগতে বিশেষ অবদানের জন্য জাগ্রত কবি আল্লামা মুহিব খান।
এ দিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরাবরের মতো এবারও পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ। ৮ রবিউল আউয়াল (২৪ সেপ্টেম্বর) থেকে ১২ রবিউল আউয়াল (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৮ রবিউল আউয়াল (১২ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার বার্ষিক সাধারণ সভা, ৯ রবিউল আউয়াল (১৩ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর ছোটদের অংশগ্রহণে পাখ-পাখালির আসর, ১০ রবিউল আউয়াল (১৪ সেপ্টেম্বর) মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিবেদিত গজল, উর্দু-ফারসি ও বাংলা কবিতা আবৃত্তিতে শানে মোস্তফা (সা.) মাহফিল, ১১ রবিউল আউয়াল (১৫ সেপ্টেম্বর) গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান এবং ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর) আজিমুশশান ওয়াজ মাহফিল ও আখেরি মুনাজাত।
অনুষ্ঠানমালার সভাপতিত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ ও সংগঠনের সভাপতি শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ।
সিএন/এমটি
Views: 3
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন