বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চিকিৎসার জন্য ভারত যাওয়া কমেছে অর্ধেক

শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪

প্রিন্ট করুন
prothomalo bangla 2021 04 4f19c956 afd6 48bf 9a64 483db94501dd India 2 1

সিএন প্রতিবেদন: রাজনৈতিক সংকটের পর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। দেশটির চেইন হাসপাতালগুলোর নির্বাহী কর্মকর্তারা এ সব তথ্য জানিয়েছেন।


তাদের ধারণা বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে মেডিকেল সম্পর্কিত বাণিজ্যের ওপরও প্রভাব পড়তে পারে। কারণ ভারত বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি করে থাকে।

স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বাংলাদেশিদের কাছে শীর্ষ গন্তব্যস্থানে পরিণত হয়েছে ভারত। প্রতি বছর হাজার হাজার মানুষ দেশটিতে যায় মেডিকেল ভিসায়।

ফোর্টিস হেল্থকেয়ারের মুখপাত্র বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে গেছে।

তিনি বলেন, অনেক রোগী তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল অথবা স্থগিত করছেন। কোনো কোনো হাসপাতালে এ ধরনের রোগীর সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। তবে অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন