ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র: মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘ইক্সচিক’ নামের এই টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এফডিএ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে। তিন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে সংক্রামক রোগের টিকা প্রস্তুতকারক ফরাসি বায়োটেক কোম্পানি ভালনেভা। ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবী।
এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস বিবৃতিতে বলেছেন, ‘চিকুনগুনিয়া শারীরিকভাবে দুর্বল ও বয়স্কদের বিভিন্ন রোগের জন্য দায়ী। প্রতি বছরই পৃথিবীজুড়ে লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দেয়া হয়েছে। এটি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার।
ডেঙ্গুর মত চিকুনগুনিয়াও ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত ‘টোগা’ ভাইরাস গোত্রের। রোগটির একমাত্র বাহক এডিস মশা। যদিও, চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়। ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে পাঁচজন হলেও, চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে এক জন মারা যান।
প্রাণঘাতী না হলেও ব্যাপক শারীরিক যন্ত্রণা দিতে পারে চিকুনগুনিয়া।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন