শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

চিঠি নিয়ে হঠাৎ জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস

সোমবার, নভেম্বর ১৩, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: হঠাৎ জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এসময় তিনি সাথে করে মোড়কে আবৃত একটি চিঠি নিয়ে যান।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সেখানে জাপার চেয়ারম্যানের কাছে চিঠিটি হস্তান্তর করেন। এরপর জাপার নেতৃবৃন্দের সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠকও করেন।

পিটার হাস চলে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘জাপার চেয়ারম্যানকে দেওয়ার জন্য একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন। উনি বলেছেন একই চিঠি বাংলাদেশের তিন দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) দেওয়া হয়েছে। সেই চিঠির সারসংক্ষেপ হচ্ছে—যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

চুন্নু বলেন, মূলত চিঠিটি হস্তান্তর করতেই পিটার হাস এসেছিলেন। এরপরেও তিনি আসার পরে তাঁর সঙ্গে জাপার নেতৃবৃন্দ বৈঠক করেছেন। ওই বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে বলেও জানান চুন্নু।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন