বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

শিরোনাম

চিঠি পেলেও সার্চ কমিটিতে নাম দিচ্ছে না বিএনপি

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির চিঠি পেলেও কমিটিতে নাম দেবে না বলে জানিয়েছে বিএনপি। 
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পৌঁছে দেওয়া হয়।

চিঠি পাওয়ার পর দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এই ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।

আইআই/সিএন

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন