মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চিনি আমদানিতে শুল্ক কমাল এনবিআর

বুধবার, অক্টোবর ৯, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়ে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৈশ্বিক যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশী মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান ও বন্যা পরিস্থিতির কারণে শিশু খাদ্যসহ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এনবিআর কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে।

বুধবার (৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপরিশোধিত ও পরিশোধিত  চিনির উপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ হ্রাসের মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির উপর শুল্ক কর ১১ দশমিক ১৮ টাকা ও পরিশোধিত চিনির উপর শুল্ক কর ১৪ দশমিক ২৬ টাকা কমানো হয়েছে।’

এতে চিনির কেজি প্রতি দাম কমপক্ষে শুল্ক হ্রাসের সমপরিমাণ কমে আসবে বলে এনবিআর মনে করে। তাছাড়া, ওই শুল্ক কর হ্রাসকরণের ফলে অবৈধ পথে চিনির চোরাচালান নিরুৎসাহিত হবে ও বৈধ উপায়ে আমদানি বাড়বে বিধায় শুল্ক কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করছে এনবিআর।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন