সান্তিয়াগো, চিলি: মধ্য চিলির বায়োবায়ো অঞ্চলে ট্রেন ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মিনিবাসের ১৪ আরোহীর ছয় জনই প্রাণ হারায়। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সেনা পুলিশের জুয়ান ফ্রান্সিসকো সাংবাদিকদের জানিয়েছেন, রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে সান পেদ্রো ডি লা পাজের একটি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন পরিচালনাকারী রাষ্ট্রীয় কোম্পানি ইএফই সুর বিবৃতিতে বলেছে, ‘ট্রেন ক্রসিংয়ের সময়ে ক্রসিং ব্যারিয়ার ঠিকমতই কাজ করছিল।’
কোম্পানিটি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে। একইসাথে বলেছে, ‘ট্রেন যাত্রী কেউ গুরুতর আহত হয়নি।’
সিএন/এমএ
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন