বুধবার, ১৯ মার্চ ২০২৫

শিরোনাম

চীনের সঙ্গে ‘স্বচ্ছ’ সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র স্বচ্ছ ও গঠনমূলক অর্থনৈতিক সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। একই সাথে রাশিয়ার সঙ্গে পণ্য লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সীমারেখা মেনে চলার বিষয়েও হুশিয়ার উচ্চারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) জন্স হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভ্যান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা করার সময় জ্যানেট ইয়েলেন এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকা ও চীন হচ্ছে বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি এবং তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক অপরিহার্য। কিন্তু দুই দেশের সম্পর্ক বর্তমানে সুস্পষ্টভাবে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। চীনের অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বেইজিং সফরের পরিকল্পনা হাতে রেখেছেন বলেও জানান তিনি।

চীনকে সতর্ক করে জ্যানেট বলেছেন, আমেরিকা যেসব ক্ষেত্রে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা লঙ্ঘন করে চীন যদি মস্কোর কাছে কোনো ধরনের পণ্য সরবরাহ করে; তাহলে তার জন্য দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন