শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী পেনি উং

সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী পেনি উং মঙ্গলবার (২০ ডিসেম্বর) চীন সফরে যাচ্ছেন। গত চার বছরের মধ্যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার কোন শীর্ষ কূটনীতিকের প্রথম চীন সফর। বিশ্লেষকরা একে দুই দেশের সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

অস্ট্রেলিয়া বলছে, ‘দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে পেনি উং বেইজিং যাচ্ছেন। সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওয়াং ইয়ের সাথে সাক্ষাৎ করবেন।’

এ সফরের ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়া চীনের সাথে স্থিতিশীল সম্পর্ক চায়।’

তিনি আরো বলেছেন, ‘যেখানে পারি, সেখানে আমরা সহযোগিতা করব, যেখানে অবশ্যই দরকার সেখানে দ্বিমত পোষণ করব ও আমরা জাতীয় স্বার্থে নিয়োজিত থাকব।’

সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী চীন সফর করেছিলেন। এর পর থেকে এক সময়ের চমৎকার সম্পর্কে ফাটল ধরা শুরু করে। রাজনীতিসহ নানা নৈতিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতদ্বৈততা বাড়তে থাকে।

তবে, চীন এখনো অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতব ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন