জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার একটি বাড়িতে আগুন লেগে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।
সোমবার (১৭ জুন) ভোরে আটলান্টার দক্ষিণ-পশ্চিমে কোয়েটা কাউন্টিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতদের মধ্যে ছয়বছরের শিশু থেকে ৭৪ বছর বয়সী বৃদ্ধ রয়েছে। বেঁচে যাওয়া কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের আটলান্টার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ পেয়ে ভোর পাঁচটার দিকে অগ্নিনির্বাপন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের সময় ওই বাড়িতে ১১ জন লোক ছিল।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন