নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া আপিল আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত অপরাধমূলক মামলা বাতিলের আবেদন করেছেন। ফালটন কাউন্টি জেলা অ্যাটর্নি ফানি উইলিসের করা এই মামলায় ট্রাম্প ও আরও ১৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচন উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি তার প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করবে। তারা আদালতের কাছে এই মামলা সম্পূর্ণ বাতিলের আবেদন জানিয়েছেন।
মামলাটি বর্তমানে স্থগিত রয়েছে, কারণ ট্রাম্প ও অন্য আসামিরা ফানি উইলিসকে মামলাটি থেকে অপসারণের জন্য আপিল করেছেন। তারা দাবি করেছেন, উইলিসের এক সাবেক সহকারী সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক মামলার নিরপেক্ষতাকে প্রভাবিত করেছে।
এদিকে, ফেডারেল প্রসিকিউটররা ইতোমধ্যে বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত দুটি ফৌজদারি মামলা বাতিল করেছেন। তবে জর্জিয়ার মামলাটির শুনানির নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন