শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

জাতিসংঘের প্রতিনিধিকে ডেকে অসন্তোষ প্রকাশ অস্বাভাবিক নয়

সোমবার, জুলাই ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসন্তোষ প্রকাশের বিষয়টি কোন অস্বাভাবিক ঘটনা নয় বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের উত্তরে এ কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। এ সময় সরকারবিরোধী আন্দোলনের তথ্য তুলে ধরে প্রশ্ন করা হলে নির্বাচনের আগে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি দুজারিক।

এ অবস্থায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় মঙ্গলবার (১৮ জুলাই) টুইট বার্তায় উদ্বেগ জানায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ ঘটনায় বিদেশি রাষ্ট্রদূতদের অ্যাক্টিভিস্ট উল্লেখ করে ক্ষোভ ঝাড়েন পররাষ্ট্র মন্ত্রী।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হলেও কোন ব্যবস্থা না নিয়ে অন্যদের সবক দেয় তারা।’

পরে তলব করা হয় ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে।

এবার এ ইস্যুতে নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করলেন মুশফিকুল ফজল আনসারি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে বিষয়ে প্রশ্ন করলে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ প্রতিনিধির কোন কথার সাথে সে দেশের সরকারের দ্বিমত থাকলে তাকে তলব করতেই পারে।’

স্টিফেন দুজারিক বলেন, ‘দেখুন, এখানে কয়েকটি বিষয় আছে। বাংলাদেশে জাতিসংঘের যে দলটি কর্মরত রয়েছে, তাদের ওপর মহাসচিবের পূর্ণ আস্থা রয়েছে। এছাড়া, সদস্যদেশের সরকার পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক কোন বিষয় নয়। সমন্বয়কারীর বলা কোন কথার সাথে সে দেশের দ্বিমত থাকলে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া। যখন কোন বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তখন সদস্যদেশগুলো এ প্রক্রিয়া মেনে চলে।’

পরে, অপর এক প্রশ্নের উত্তরে দুজারিক বলেন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। এ অবস্থায় কোন মন্তব্য করে নির্বাচনকে প্রভাবিত করতে চায় না জাতিসংঘ।’

দুজারিক বলেন, ‘এ ধরনের প্রশ্ন আমাদের বহু বার করা হয়েছে। নির্বাচনের আগে আমি এ বিষয়ে কোন আগাম মন্তব্য করতে চাচ্ছি না।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন