ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে পুলিশ ‘আটক’ করেছে বলে জানা গেছে।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ভোরের মধ্যে কোনো একসময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে নিয়ে যায় বলে অভিযোগ জামায়াতের।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে জানান, মধ্যরাতে উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও গাড়ির ড্রাইভারকেও নিয়ে যাওয়া হয়েছে।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন