শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে জাসদের আলোচনা সভা

শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আলোচনা সভা হয়েছে। ৩০ অক্টোবর এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ সেন্টারে যুক্তরাষ্ট্র জাসদ এ আলোচনা সভার আয়োজন করেন। এতে আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জাসদের নেতা আজাদ উদ্দিন আহমদ।

সভায় বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়ার সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, শাহনুূর কোরেশী, শাহ মহি উদ্দিন সবুজ, যুক্তরাষ্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক ও যুবজোটের আহ্বায়ক আবুল ফজল লিটন, সৈয়দ আজমল হোসেন।

সভায় বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এরা আসলে নির্বাচন চায় না। এরা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়।’

বক্তারা আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, ‘জাসদের ৫১ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান।’

দেওয়ান শাহেদ চৌধুরী নিরীহ ফিলিস্তিন জনগণের ওপর ইসরাইলের বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, ‘এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী রাজনীতি ও অর্থনীতিতেও।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন