বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নবান্ন উৎসব ‘ঝরা পাতার কাব্য’ উদ্‌যাপন

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

প্রিন্ট করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জেএএএ) উদ্যোগে ‘ঝরা পাতার কাব্য’ শিরোনামে এক নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর এই প্রাণবন্ত আয়োজনটি কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার, হিক্সভিলের সহযোগিতায় উদ্‌যাপন করা হয়। এ উৎসব জাহাঙ্গীরনগর পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ করেছে এবং ঐতিহ্যের ধারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছে।

নবান্নের সঙ্গে পিঠা-পুলি যেমন অবিচ্ছেদ্য, তেমনি এ আয়োজনেও পিঠার ছিল বিশেষ স্থান। জেএএএ পরিবারের সদস্যরা নিজেদের তৈরি মুগ পাকন, তালের বড়া, পাটিসাপটা, ভাপা পিঠাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার পসরা নিয়ে হাজির হন। অতিথিদের জন্য ভাপা পিঠার আয়োজন ছিল সবার মধ্যমণি। হাওয়াই মিঠাইয়ের বিশেষ সংযোজন নতুন প্রজন্মের মধ্যে আনন্দের ঝিলিক ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আড্ডা, গান আর স্মৃতিচারণ। দুপুরের ভোজের পর পিঠা-পুলির স্বাদ এবং চায়ের কাপে চুমুক দিয়ে পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেছেন অংশগ্রহণকারীরা। স্মৃতির ফ্রেম বন্দি করতে ৩৬০-ডিগ্রি ছবি তোলার আয়োজন আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়।

জাহাঙ্গীরনগর পরিবারের এই মিলনমেলা কেবলমাত্র উৎসবে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল একতার প্রতীক, যা দূর প্রবাসেও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার বার্তা বাহক। ‘ঝরা পাতার কাব্য’ নামের এই নবান্ন উৎসব রাঙিয়েছে অংশগ্রহণকারীদের দেগহ-মন ।

জেএএএ-এর এমন উদ্যোগ ভবিষ্যতে অ্যালামনাইদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করবে এবং প্রজন্মের মধ্যে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন