শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জি-২০ সম্মেলন: যুক্তরাষ্ট্রের অনুরোধকে পাত্তা দিল না ভারত

শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র/ভারত: চলতি সপ্তাহে জি-২০ সম্মেলনে অংশ নেয়ার জন্য ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, এ সফরে বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় আলোচনায় কোন প্রশ্ন করার সুযোগ পাবেন না বাইডেনের সাথে সফররত সাংবাদিকরা। যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে এ জন্য একাধিক বার অনুরোধ করা হলেও সে অনুরোধকে নাকচ করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘এ বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনে হবে; তাই এক্ষেত্রে এটা অস্বাভাবিক। এটা কোন সাধারণ দ্বিপাক্ষিক সফর নয়, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ও অন্যান্য কর্মসূচি হবে।’

তিনি আরো বলেন, ‘জি-২০ সম্মেলনের আয়োজক দেশের নেতা জোটের অন্যান্য নেতার সাথেও সাইডলাইনে অনেক বৈঠক করে থাকেন। সেক্ষেত্রে, এসব বৈঠক তার বাস ভবনেই করেন ও নিজেদের মতে করে প্রোটোকল সেট করেন।’

এ সময় সুলিভান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেন ও মোদির বৈঠক সাংবাদিকদের রেকর্ড করার সুযোগ দিতে অনুরোধ করা হয়েছিল, যেভাবে বাইডেন হোয়াইট হাউসে এভাবে আয়োজন করে থাকেন। আমরাও এ ক্ষেত্রে সব সুযোগ-সুবিধার জন্য অনুরোধ করেছিলাম।’

চলতি বছরের জুনে একটি রাষ্ট্রীয় সফরে বাইডেনের সাথে বৈঠকের পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে অংশ নিতে রাজি হন মোদি। যদিও প্রথম দিকে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এ প্রথাকে প্রত্যাখ্যান করেছিল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন