সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)। গেল ১৬ সেপ্টেম্বর মাগরিবের নামাজের পর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক আল্লামা শাইখ সাইফুল আজম বাবর। প্রধান বক্তা ছিলেন ব্রুকলিনের বেলাল মসজিদের খতীব ও ইসলামিক স্কলার মুফতি সৈয়দ আনসারুল করিম। গেস্ট অব অনার ছিলেন হযরত আল্লামা সূফী আব্দুল মুনতাকিম ও মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, আল্লামা মুফতি আব্দুর রহমান নিজামী, গাউছিয়া কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি মুফতি হাফিজ মুহাম্মাদ ইকরাম উদ্দিন।

সংগঠনের সভাপতি গিয়াস আহমেদের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন বদরপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সাহেব ও আওলাদে রাসূল (স.) মুফতী সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী।

মাহফিলে বিভিন্ন নাশিদ শিল্পী হামদ ও নাত পরিবেশন করেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন